বেড়া(পাবনা)প্রতিনিধিঃ রোববার ২৯/০৫/২০২২ ইং সকালে পাবনা বগুড়া মহাসড়কের বেড়া উপজেলার চাকলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। ওই ভ্যানচালকের নাম বাচ্চু শেখ (৫০)। সে চাকলা পূর্বপাড়া গ্রামের মৃত ওহাব শেখের ছেলে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অরবিন্দ সরকার ও স্থানীয় সুত্র থেকে জানা যায়, রোববার সকাল সারে আটটার দিকে নিহত ভ্যানচালক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে চাকলা বাসস্ট্যান্ডে কাছে রাস্তা অতিক্রম করছিলেন।এ সময় ঢাকাগামী রয়েল ডাচ নামক একটি দ্রুত গতির যাত্রীবাহী বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই সে নিহত হন।
এ সময় বাসের চালক বাসটি রেখে পালিয়ে যান। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন। এ বিষয়ে মাধপুর হাইওয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহন করবেন বলে বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭