ঢাকাশুক্রবার , ১ এপ্রিল ২০২২
আজকের সর্বশেষ খবর

গোবিন্দগঞ্জে মাদক মামলায় এক নারীর মৃত্যুদণ্ড


এপ্রিল ১, ২০২২ ১২:১৪ পূর্বাহ্ণ
Link Copied!

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৫০০ গ্রাম হেরোইন পাচারের দায়ে পারভিন বেগম (৪২) নামে এক নারী মাদক বিক্রেতাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে এক লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে। তবে এ মামলা থেকে খালাস পেয়েছেন চারজন।

বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে সিনিয়র জেলা ও দায়রা জজ আদালতের বিচারক দিলীপ কুমার ভৌমিক এ রায় দেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত পারভীন বেগম শায়লার বাড়ি গাইবান্ধার গোবিন্দগঞ্জ পৌর শহরের ৯নং ওয়ার্ডের বর্ধনকুটি এলাকার মৃত মছির উদ্দিনের স্ত্রী। মামলা থেকে খালাস পাওয়া ব্যক্তিরা হলেন- বিপুল মিয়া, রমজান আলী, সাজু মিয়া ও সোহাগ হাসান। তাদের সবার বাড়ি দিনাজপুর জেলার ঘোড়াঘাট উপজেলার বিভিন্ন এলাকায়।

জানা গেছে, গত ২০১৮ সালের ৮ ডিসেম্বর হিলি থেকে বগুড়াগামী একটি যাত্রীবাহী বাসে গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড় এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে তল্লাসী চালিয়ে নারী মাদক ব্যবসায়ী পারভীন বেগম ওরফে শায়লাকে ৫০০ গ্রাম হেরোইন সহ আটক করে গোবিন্দগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। দীর্ঘ শুনানী শেষে আজ এই রায় ঘোষণা করা হয়। মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে ফাঁসিতে ঝুলিয়ে রাখার আদেশ দেয়া হয়। রায় ঘোষণার সাথে সাথে দন্ডপ্রাপ্ত আসামী কান্নায় ভেঙ্গে পড়েন এবং সংজ্ঞাহীন হয়ে পড়েন।

রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী ফারুক আহম্মেদ প্রিন্স বলেন, দীর্ঘ শুনানি ও সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে পারভিন মাদক কারবারির সঙ্গে জড়িত ছিলেন বলে প্রমাণিত হয়েছে। এটিই জেলায় প্রথম নারী মাদক ব্যবসায়ীর মৃত্যুদণ্ড।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।