আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মোজো নিয়ে এলো “মোজো ঈদ সালামি রিটার্নস ক্যাম্পেইন’। এই গেমিং প্রতিযোগিতার মাধ্যমে প্রতিদিন সর্বোচ্চ ১০০ জন বিজয়ী জিতে নিতে পারবে মোজো’র পক্ষ থেকে ৫০০ টাকা করে ঈদ সালামি।
ক্যাম্পেইনটি মূলত একটি গেমিং কনটেস্ট, যা mojoeidsalami.com সাইটে রয়েছে। এতে অংশ নিতে পারবে সবাই। ২৬ এপ্রিল ২০২২ শুরু হয়েছে ক্যাম্পেইনটি; চলবে ঈদুল ফিতর ২০২২-এর আগের দিন পর্যন্ত।
আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের হেড অব ব্র্যান্ড মার্কেটিং মাইদুল ইসলাম বলেন, ‘ঈদুল ফিতর উপলক্ষে ‘মোজো ঈদ সালামি রিটার্নস’ ক্যাম্পেইনটি করতে পেরে আমরা খুবই আনন্দিত। অন্যান্য ক্যাম্পেইনগুলোর মতোই এ ক্যাম্পেইনটি থেকেও আমরা উল্লেখযোগ্য সাড়া পাবো বলে আশা করছি’।
প্রতিযোগিতার ফলাফল, বিজয়ী ঘোষণা এবং ক্যাম্পেইনের অন্যান্য কার্যক্রম সম্পর্কে জানতে চোখ রাখতে হবে মোজোর ফসেবুক পেইজে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।