ঢাকাবুধবার , ৩০ মার্চ ২০২২
আজকের সর্বশেষ সবখবর

আশু‌লিয়ার নর‌সিংহপু‌রে গুমাইল স্ক‌ু‌লের পিছ‌নে এক বা‌ড়ি‌তে আগুন লে‌গে ঘ‌রের সব মালামাল পু‌রে ছাই হ‌য়ে গি‌য়ে‌ছে


মার্চ ৩০, ২০২২ ৪:০৬ অপরাহ্ণ
Link Copied!

আশু‌লিয়ার নর‌সিংহপুর এলাকার গুমাইল উচ্চ বিদ‌্যাল‌য়ের পিছ‌নে এক বা‌ড়িতে ৩০/০৩/২২ ইং তা‌রি‌খে বেলা দুপুর ২ ঘ‌টিকায় বিদ‌্যু‌তের লাইন থে‌কে আগুন লে‌গে‌ছে।

আগুন খুব দ্রুত বা‌ড়ির এক‌টি ঘ‌রে ছ‌ড়ি‌য়ে পরায় ঘর‌টি‌তে থাকা টে‌লি‌ভিশন, ফ্রিজ, রান্না ঘ‌রের র‌্যাক সব পু‌রে ছাই হ‌য়ে গি‌য়ে‌ছে।

আগুন লাগার খবর পে‌য়ে স্থানীয় লোকজন আগুন নেভা‌নোর কা‌জে নি‌য়ো‌জিত থা‌কেন। অব‌শে‌ষে বেলা ২ টা ৪৫ মি‌নি‌টে স্হানীয় লোকজন আগুন নেভা‌তে সক্ষম হয়।

পু‌রে যাওয়ার ঘর‌টির মা‌লিক মোঃ আজাজুল জানান, তার ঘ‌রে থাকা সব মালামাল পু‌রে ছাই হ‌য়ে‌ গে‌ছে। প্রায় ৯০ হাজার টাকার মালামাল আগু‌নে পু‌রে গি‌য়ে‌ছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।