গাড়িতে সচিবালয়ের স্টিকার লাগিয়ে লাশ নিয়ে লাশ নিয়ে যাওয়ার সময় নাটোরে পুলিশের হাতে আটক হয়েছে মিজান(৪০) নামের এক ব্যক্তি। মৃত ব্যক্তির নাম হযরত আলী (৩০)। সে আশুলিয়া এলাকার একটি পোশাক কারখানায় চাকরি করতো।
এ বিষয়ে নাটোরের বড়াই গ্রাম থানার এস আই রাশেদুল ইসলাম বিশ্বাস জানান, সচিবালয়ের স্টিকার লাগানো বিলাসবহুল একটি গাড়ি (ঢাকা মেট্রো-ঘ ১৪০৫৮৭) খুব গতিতে যাচ্ছিল। এসময় সন্দেহ হলে আমরা তল্লাশি চালাই। এরপর গাড়ির পেছন থেকে বস্তাবন্দি হযরত আলী (৩০) নামের ওই ব্যক্তির লাশ দেখতে পাই। তাৎক্ষণিক ওই জিপ ও চালক মিজান শেখকে আটক করে থানায় আনা হয়েছে।
পুলিশ আরও জানান, মিজান আশুলিয়া এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করতো। সে গার্মেন্টস ব্যবসার সাথে জড়িত ছিল। ধারণা করা যাচ্ছে মৃত ব্যক্তিকে কোন দ্বন্দ্বের জেরে হত্যা করে লাশ দূরে কোথাও ফেলে দিতে যাচ্ছিল মিজান। আটক মিজান মাগুরার শেরপুর এলাকার মৃত গোলাম হায়দার আলীর ছেলে।
ঘটনাটির রহস্য উদঘাটন করতে পুলিশ অনুসন্ধানে নেমেছে বলে ও জানিয়েছেন তিনি। উল্লেখ্য মৃত লাশের আসল পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আটক মিজান শেখের মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭