পাবনার বেড়ায় চাল, ডাল, তৈল, গ্যাস, ময়দাসহ নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে বেড়া উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে গতকাল শনিবার এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। পৌর শহরের কানা বাড়ি মোড়ে সমাবেশে সাবেক পৌর চেয়ারম্যান ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব ফজলুর রহমান ফকিরের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক পৌর বিএনপির সাধারন সম্পাদক সালাউদ্দিন ইকবাল,সাবেক সহ সভাপতি স্বপন হোসেন উপজেলা বিএনপি,সাবেক সহ সভাপতি সাজেদুল ইসলাম দিপু বেড়া পৌর বিএনপি,সাবেক দপ্তর সম্পাদক ময়েন উদ্দিন খাজা বেড়া পৌর বিএনপি,জাহাঙ্গীর হোসেন মোল্লা আহবায়ক বেড়া পৌর যুবদল,সদস্য সচিব ছানোয়ার হোসেন বেড়া উপজেলা যুবদল, সেলিম(প্রাং),বেড়া পৌর ছাত্রদলের আহবায়ক ফারুক আহমেদ জনি,সদস্য সচিব মানিক হোসেন বেড়া পৌর ছাত্রদল,বেড়া সরকারি কলেজ ছাত্রদলের নেতা রায়হান,সালমান,ভিপি তানভির,তৌহিদ হোসেন প্রমূখ। বক্তারা বর্তমান সরকারকে ব্যর্থসরকার আক্ষ্যায়িত করে বলেন, বিনা ভোটের সরকার ঘন্টা ঘন্টায় নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে।সরকারের কাণ্ডজ্ঞান হীন মন্ত্রীদের বক্তব্য বাজার নিয়ন্ত্রণের লাগাম হারিয়ে ফেলেছে। অবিলম্বে এ সরকারকে ক্ষমতা ছেড়ে দিয়ে জনগণকে মুক্তি দেয়ার আহবান জানান।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭