লক্ষ্মীপুর কমলনগরের ০৯(নয়) টি ইউনিয়নসহ উপজেলা প্রশাসনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয় ।
আজ সোমবার(০৭ মার্চ) সকালে কমলনগর উপজেলা প্রশাসন আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ-২০২২" উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয় ।
পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নিবার্হী কর্মকর্তা মো:কামরুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবা উদ্দিন বাপ্পি ।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) পুদম পুস্প চাকমা , কমলনগর থানা অফিসার ইনচার্জ মো: সোলাইমান, উপজেলা শিক্ষা অফিসার তহিদুল ইসলাম ও উপজেলার অন্যান্য দপ্তরের কর্মকর্তাগন, উপজেলা ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাস্টার নুরুল আমিন , ৯(নয়)টি ইউনিয়নের চেয়ারম্যান, শিক্ষক,সাংবাদিক এবং আওয়ামীলীগ, যূবলীগ,ছাত্রলীগ সহ অংগ সংগঠনের নেতা কর্মিগন ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭