ঢাকার আশুলিয়ার পশ্চিম জিরাবো বাগানবাড়ি এলাকার মোস্তফা বেপারীর ভাড়া বাড়িতে আগুনে ৭ টি (টিনসেট) রুম পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার বিকাল ৫ টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
জানা যায়, বাগানবাড়ি এলাকার মোস্তফা বেপারীর খালি জায়গা মকুল নামের এক ব্যাক্তি বাৎসরিক চুক্তিতে নিয়ে টিনসেট রুম তুলে ভাড়া দিয়ে আসছিল। হঠাৎ সোমবার বিকাল ৫ টার দিকে ওই বাসার এক ভাড়াটি রুমের ভেতরে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে রান্না করার সময় গ্যাসের পাইপ লিকেজ থাকায় আগুনের সূত্রপাত হয়ে রুমের ভেতরে ছড়িয়ে পড়ে। এরপর এলাকাবাসীর দীর্ঘ ১ ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসলেও পুড়ে ছাই হয় ৭ টি রুম ও মালামাল।
এলাকাবাসীর অভিযোগ, আগুন লাগার সাথে সাথেই সাভার ফায়ার সার্ভিসকে ফোন করলে আগুন নিয়ন্ত্রণে আসারও ঘন্টাখানেক পরে ঘটনাস্থলে পৌছে। যার কারণে ক্ষতির পরিমাণ বেশি দাঁড়িয়েছে।
উক্ত অগ্নিকাণ্ডের ঘটনায় রিয়াজুল ইসলাম (৪০) নামের এক ভাড়াটিয়া আহত হয়েছে।
অগ্নিকাণ্ডের ঘটনা বিষয়ে বাড়ির মালিকের কোন মতামত বা বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।