কুষ্টিয়া জেলার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নের চাঁদগ্রাম চড়পাড়া এলাকায় আজ ১৮/০২/২২ইং রোজ শুক্রবার সকাল ৯ ঘটিকার দিকে চাঁদগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান সিদ্দিক মন্ডল (৫২) কে গুলি করে হত্যা করেছে এলাকার চিহ্নিত দূর্বৃত্তরা।
দীর্ঘদিন ধরে বংশ পরম্পরায় মন্ডল ও মালিথা বংশের মধ্যে পূর্ব শত্রুতা চলে আসতেছে।এর জের ধরে সিদ্দিক মন্ডল কে গুলি করে হত্যা করা হয়েছে।
এ ছাড়াও চাঁদগ্রাম ইউনিয়ন যুবলীগ নেতা ইউনুছ মন্ডল (৪৬), আব্দুল খালেক মন্ডল(৪৪) ও বাদশা মন্ডল গুলিবিদ্ধ হয়েছেন। তাদেরকে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ও কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এলাকাবাসী জানায়, চড়পাড়া মাঠে ঘাস কাটতে ছিলো বাদশা মন্ডল। এই সময় মালিথা গ্রুপের লোকজন তাকে বেধড়ক মারধর করে আহত করে ফেলে রেখে যায়। সংবাদ পেয়ে সিদ্দিক মন্ডল, ইউনুছ মন্ডল ও আব্দুল খালেক মন্ডল উদ্ধার করতে গেলে মালিথা গ্রুপের লোকজন এলোপাতাড়ি গুলি করে পালিয়ে যায়। এতে তারা অনেকেই গুলিবিদ্ধ হয়।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মুজিবুর রহমান জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এই হত্যার ঘটনা ঘটতে পারে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। ঘাতকদের ধরতে পুলিশের অভিযান চলছে। পরিস্থিতি থমথমে।
নিহত সিদ্দিকের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হইছে। এই হত্যাকান্ডের জেরে এলাকায় আতংক বিরাজ করছে।