ঢাকাবুধবার , ২৬ জানুয়ারি ২০২২
আজকের সর্বশেষ খবর

কেশবপুরে শীতার্তদের মাঝে দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার,শীতবস্ত্র বিতরণ


জানুয়ারি ২৬, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

 ঠাণ্ডা বাতাসের দাপট আর মাঝে মাঝে অসময়ের বৃষ্টি মিলে শীত জেঁকে ধরেছে সবাইকে। হিম হিম ঠাণ্ডা আর কুয়াশায় নাকাল জনজীবন। শীতের এই তীব্রতা বেশি কাবু করে নিম্ন আয়ের মানুষকে। শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের উষ্ণতা দিতে সামাজিক দায়বদ্ধতা থেকে যিনি কেশবপুরে শিক্ষার আলো ছড়ালেন,শিক্ষা প্রদীপ, শিক্ষা অনুরাগী শিশুদের নিয়ে কাজ করে একাধিক বার পুরস্কৃত হয়েছেন,দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার পরিচালক মোঃ হারুনর রশীদ (বুলবুল)। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ১১টার সময় দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার কার্যালয় উক্ত সংগঠনের উপদেষ্টার সহযোগিতায় অসহায় ও দুস্থ মেধাবী শিশুদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন। উক্ত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ও দায়রা সিনিয়র জজ,শেখ মফিজুর রহমানের সহধর্মিণী ও দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার উপদেষ্টা রুখসানা ইসলাম (শিল্পী) এ এসময় তিনি বলেন অসহায় মানুষের উদ্দেশে আমরা আপনাদের ঘরের সন্তান। এই শীতে আপনারা অমানবিক কষ্ট করবেন, তা মেনে নেয়া যায় না। আপনাদের প্রতি বুকভরা ভালোবাসা,শ্রদ্ধাবোধ, সম্মান ও সহমর্মিতা নিয়ে আমরা এখানে এসেছি, পরিবারের সদস্য হিসেবে আপনাদের পাশে প্রতি বছরের ন্যায় এবছরও দাঁড়াতে পেরেছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন । এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমাদেরবাংলাদেশ.কমের সম্পাদক ও আশুলিয়া প্রেসক্লাবের কায্য-নিবাহী সদস্য মোঃ জাহাঙ্গীর আলম রাজু। এছাড়া আরও উপস্থিত ছিলেন দুঃস্থ শিশু শিক্ষা উন্নয়ন সংস্থার সদস্য মোঃ শরিফুর ইসলামসহ প্রমুখ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।