গাজিপুর সিটির ৫৬ নং ওয়ার্ডে গত তিন দিন যাবৎ ওয়াসার পানি সরবরাহ বন্ধ থাকার কারণে দূর্ভোগে পড়েছে সাধারণ মানুষ । এ বিষয়ে কোন পদক্ষেপ গ্রহন করছে না সিটি করর্পোরেশনের কর্তৃপক্ষ।
এলাকাবাসীর অভিযোগ গত বুধবার থেকে হঠাৎ করেই ওয়াসার পানি সাপ্লাই বন্ধ করে দেয় ওয়াসা কর্তৃপক্ষ। আগে থেকে কোন ঘোষণা না জানানোর কারণে পানি সংকটে চরম বিপর্যয় দেখা দেয়্েলোকাবাসীর মধ্যে। উক্ত এলাকার কারো কারো ডিক টিউবওয়েলের ব্যবস্থা থাকায় তারা পানির অভাব অনুভব না করলেও চরম দূর্ভোগে এলাকার সাধারণ জনগণের।
বিশুদ্ধ ও নিরাপদ পানির অভাবে যেমন দূর্ভিসহ জনজীবন ,অপরদিকে পানি না থাকায় খাবার প্রস্তুত,গোসল সহ নানা সমস্যায় পড়েছে অত্র এলাকার মানুষ।
উল্লেখ্য এই সমস্যা দ্রুত সমাধানে সংশ্লিষ্ট মহলের হস্তক্ষেপ কামণা করেছে এলাকাবাসী।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।