ঢাকাসোমবার , ২০ ডিসেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

আসন্ন ৫নং ইয়ারপুর ইউনিয়‌নে মেম্বার পদপ্রা‌র্থী , মোঃ জ‌াহাঙ্গীর আলম


ডিসেম্বর ২০, ২০২১ ১০:২৩ অপরাহ্ণ
Link Copied!

‌ভোট চায় ভোটা‌রের,

দোয়া চায় সক‌লের,

আসন্ন ৫নং ইয়ারপুর ইউনিয়‌নে মেম্বার পদপ্রা‌র্থী , (মোঃ জাহাঙ্গীর আলম) মোরগ মার্কায় ন‌মি‌নেশন পে‌য়ে‌ছেন।

এলাকাবাসী জাহাঙ্গীর ভা‌ইকে মেম্বার হি‌সে‌বে দেখ‌তে চায়। আগামী ৫ই জানুয়া‌রি ২০২২ ‌রোজ বুধবার ইয়ারপুর ইউনিয়ন নির্বাচন। তাই গুমাইল, বু‌ড়িরপারা, নামা গুমাইল, উত্তর গুমাই‌লের ও ৫নং ওয়া‌র্ডের সকল এলাকাবাসীরা তা‌দের প্রাণপ্রিয় জাহ‌াঙ্গীর ভাই‌কে মেম্বার হি‌সে‌বে দেখ‌তে চায়।

মোঃ জাহাঙ্গীর আলম ভা‌ইয়ের জন‌্য সক‌লের দোয়া কামনা রইল।

 

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।