বেড়া(পাবনা)প্রতিনিধিঃ
পাবনার বেড়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী বিভাগীয় উপ-পরিচালক পরিচয় দিয়ে ভ্রাম্যান আদালত পরিচালনা করতে গিয়ে আবির হোসেন মিম(২৯)নামের ভূয়া ম্যাজিট্রেট তাদের ব্যবহার করা গাড়ি সহ( ঢাকা মেট্রো-গ ২৫-৯১০৫) ঐ চাক্রের অপর দুই সদস্য আজিজুল হক(২৫) ও মেহদী হাসান(১৯) আটক করেছে বেড়া থানার পুলিশ।গতকাল রোববার(১২ ডিসেম্বর) দুপুরে বেড়া পৌর শহরের বিভিন্ন রেস্টুরেন্টে ও খাদ্য বিপনিতে জরিমানা আদায় রত অবস্থায় তাদেরকে আটক করা হয়।আটককৃতদের বাড়ি বগুড়া জেলায়।তাঁরা দীর্ঘ দিন ধরে “ভোক্তা অধিকার সংরক্ষণ ” নামে আদালত পরিচালনা করে অর্থ হাতিয়ে নিচ্ছিলেন।
পুলিশ ও ভুক্তভোগী ব্যবসায়ীরা জানান,গতকাল দুপুরে ঐ ভূয়া ম্যাজিট্রেট পৌর শহরের গোধুলী চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে দোকানের বিভিন্ন পণ্যের অস্বস্তিকর পরিবেশন ও পণ্যের মোড়কে মেয়াদ না থাকার অভিযোগ তুলে ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।পরে তারা শাপলা ফুড এন্ড বেকারিতে অভিযান চালিয়ে সেখানে কেকের মোড়কের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার অভিযোগ তুলে ১৫ হাজার টাকা জরিমানা করেন।এ ভাবে বনলতা সুইটমিট থেকে ১০ হাজার টাকা ও অন্য কয়েকটি খাদ্যপণ্যের দোকান থেকে বিভিন্ন পরিমান টাকা আদায় রাত অবস্থায় তাদের কথাবার্তায় অসঙ্গতিপূর্ণ ভাব প্রকাশ পেলে সঙ্গীয় পুলিশদের সন্দেহ হয়।তারা বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিষয়টি অবহিত করলে তাদেরকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়।তারা নিজেদেরকে ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের বিভিন্ন অপদস্ত কর্মকর্তা হিসেবে দাবি চালিয়ে যাচ্ছেন ।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অরবিন্দ সরকার বলেন, আটক ব্যক্তি নিজেকে উপ-সহকারী পরিচালক ভোক্তা অধিকার সংরক্ষণ রাজশাহী জোনের কর্মকর্তা হিসেবে পরিচয় দিয়ে থানার ফোর্সের সহায়তা নিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালাতে থাকেন। এ সময় বেশ কয়েকটি খাদ্যপণ্যের দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমান অর্থ আদায়ও করেন । এসময় কর্তব্যরত পুলিশের সন্দেহ হলে তারা তাকে জানান,পরে তাকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।আটক ম্যজিট্রেটের বিষয়ে জানতে ভোক্তা অধিকার সংরক্ষণ পাবনা জেলা অফিসে খবর দেয়া হয়েছে। তারা এসে তাদের বিষয় বলতে পারবেন।
বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সবুর আলী বলেন তাদের বিষয়ে নিশ্চিত হলে এবং ঐ সকল প্রতিষ্ঠান থেকে লিখিত অভিযোগ পেলে মামলা হবে।