সুপ্তশিখা সমাজকল্যাণ সংস্থা”র উদ্যোগে উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
- বেড়া উপজেলার আমিনপুর থানার মাসুন্দিয়া ইউনিয়নের "সুপ্তশিখা সমাজকল্যাণ সংস্থা" নামের স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এক উদ্বুদ্ধকরণ সভা গতকাল শুক্রবার(৩ডিসেম্বর) অনুস্ঠিত হয়েছে। সংস্থাটির প্রতিস্ঠিত "সুপ্ত শিখা প্রতিবন্ধী" বিদ্যালয় চত্তরে অনুষ্ঠিত মোঃ আয়েন উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্থাটির প্রতিস্ঠাতা ফিলিপাইন থেকে ভিডিও কলের কথা বলেন মোছাঃ মরিয়ম খাতুন বেড়া উপজেলা সহকারী যুব উন্নয়ন উন্নয়ন কর্মকর্তা কাজী ইমরান সাঈদ,দৈনিক ভোরের খবর বেড়া উপজেলা প্রতিনিধি মোঃ মানিক হোসেন, আতাউর রহমান বাবলু মাস্টার,আশিক রহমান প্রমুখ।উদ্বুদ্ধকরণ সভায় স্থানীয় মহিলাদের হাঁসমুরগি,গরু ছাগল পালনসহ কুটির শিল্পবিষয়ক নানা ধরনের কাজের দিকনির্দেশনামূলক বক্তব্য দিয়ে প্রতিস্ঠানটিকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন যুব উন্নয়ন বেড়া উপজেলা অধিদফতর। প্রতিস্ঠানটির প্রতিস্ঠাতা মরিয়ম খাতুন বলেন,তার নিজ বাড়ির আঙ্গিনায় মহিলাদেন জন্য কোরআন ও নামাজ শিক্ষার দেওয়া হবে,এবং তার এ প্রতিস্ঠান দ্বারা পরিচালিত "সুপ্ত শিখা প্রতিবন্ধী" বিদ্যালয়টির প্রতিবন্ধী শিক্ষার্থীরা তাদের মেধার বিকাশের স্বাক্ষর রেখেছেন।বেড়া উপজেলা যুব উন্নয়ন তাদের পাশে দাড়ানো ও তাদের উদ্বুদ্ধকরণ সভায় অনগ্রসর মহিলারা এগিয়ে যাবেন বলে তিনি আশা রাখেন।
উল্লেখ্য গত ইদুল ফিতরে প্রধানমন্ত্রীর " ঈদ শুভেচ্ছা কার্ডে" ছবিআঁকিয়ে হৃদয় হোসেন ও রুপা খাতুন নামের দুই প্রতিবন্দ্বী শিক্ষার্থী দুই লক্ষ টাকার পুরস্কার গ্রহন করার গৌরব অর্জন করেন।সেই থেকে এ স্বেচ্ছাসেবী সংগঠনটি এ জনপদে তাদের মানবিক কার্যক্রমের পরিধি বাড়িয়ে দেন।এরই ধারাবাহিকতায় তারা নানা কর্মসূচিতে অনগ্রসর মহিলাদের যুক্ত করে যাচ্ছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ