পাবনা -বগুড়া মহাসড়কের বিভিন্ন স্থানে বেহাল অবস্থায় পরিণত হয়েছে। যার কারণে বাড়ছে ছোট বড় সড়ক দুর্ঘটনায়।
প্রতিনিয়ত ঝরছে তাজা প্রাণ।
তেমনি বুধবার দুপুরে সড়কের খানাখন্দের কারণে পাবনার সাঁথিয়া থানার মহিষাকোলা গ্রামে সিমেন্ট বোঝাই একটি ট্রাক উলটে যায়।
এতে প্রাণহানি না হলে ও গুরুতর আহত হয় চালক ও হেলপার।
জানা যায়, সড়কটিতে গর্ত থাকার কারণে সামনের চাকা নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি গাছের সাথে বেজে বড় দূর্ঘটনা থেকে রক্ষা পেলেও ট্রাকটির সামনের অংশ বিকল হয়ে গেছে।
এখনই যদি এই হাইওয়ে সড়কটির খানাখন্দ নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে আরও বড় ধরনের দূর্ঘটনা হওয়ার সম্ভাবনা দেখছেন সচেতন মহল।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭