ঢাকাশুক্রবার , ১২ নভেম্বর ২০২১
আজকের সর্বশেষ খবর

বেড়া পৌর নির্বাচনে মেয়র পদে একই মহল্লার চার প্রার্থী


নভেম্বর ১২, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

বেড়া পৌর নির্বাচনে মেয়র পদে চার প্রতিদ্বন্দীর সবাই একই মহল্লার । এর মধ্যে স্থানীয় এমপির পরিবারেই তিন প্রার্থী

পাবনার বেড়া পৌরসভার নির্বাচনে মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন (১১নভেম্বর) বৃহস্পতিবার দু’জন প্রতিদ্বন্দী প্রার্থী মনোনয়ন পত্র প্রত্যাহার করে নিয়েছেন। ফলে মেয়র পদে চার জন প্রার্থী প্রতিদ্বন্দীতা করবেন। এরমধ্যে স্থানীয় সাংসদ(৬৮ পাবনা১)এ্যাডঃসামছুল হক টুকুর পরিবার থেকেই তিনজন প্রার্থী রয়েছেন।অন্য জন মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন।স্বতন্ত্র প্রার্থী চারজন একই মহল্লার।তাদের মধ্যে এমপি পুত্র ছাড়াও তার ছোট ভাই বর্তমান পৌর মেয়র আব্দুল বাতেন ও এক ভাতিজী রয়েছেন। জানা যায় আগামী ২৮নভেম্বর নির্বাচনকে সামনে রেখে ছয়জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন।এর মধ্য গতকাল বৃহস্পতিবার (১১ নভেম্বর) মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা বিষয়কউপকমিটির সদস্য প্রফেসর ডাক্তার আব্দুল আওয়াল ও বঙ্গবন্ধু পরিষদের কেন্দ্রীয় নেতা সাবেক ব্যাক কর্মকর্তা কেএম আব্দুল্লাহ মনোনয়ন পত্র প্রত্যাহার করলেন। ফলে ভোটের মাঠে এই চার প্রার্থী নির্বাচনের ভোটের লড়াইয়ে অবস্থান করলেন নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন এমপি পুত্র এ্যাডঃআসিফ শামস রঞ্জন। এমপির ছোটভাই বর্তমান মেয়র স্বতন্ত্র প্রার্থী হিসেবে “নারিকেল গাছ” প্রতীক নিয়ে নির্বাচনী মাঠে অবস্থান নিয়েছেন। এমপির ভাতিজী (বড়ো ভাইয়ের মেয়ে) সাদিয়া আলম জেসি “জগ”প্রতীক নিয়ে নির্বাচন করছেন।অপর প্রার্থী হলেন সাবেক ছাত্রলীগ ও যুবলীগ নেতা জেলা আওয়ামী লীগ সদস্য আফম ফজলুর রহমান মাসুদ “রেলগাড়ী”প্রতীকে নির্বাচন করবেন। এদিকে চাচা- ভাতিজা ও ভাতিজীর নির্বাচনে অংশ গ্রহন নিয়ে অনেকটাই বিব্রত স্থানীয় আওয়ামী লীগ। নৌকা প্রতীকের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থীরা কতটা সুবিধা করতে সক্ষম হবেন এ আলোচনা এখন মাঠে ময়দানে পাড়া মহল্লার চায়ের টেবিলে। নির্বাচনের মেরুকরণে প্রার্থীরা নানা কৌশল অবলম্বন করছেন।একই দলের বিদ্রোহী প্রার্থীরা স্বতন্ত্রের ব্যানারে নির্বাচন করায় আওয়ামী লীগের প্রতিদ্বন্দী আওয়ামী লীগ হওয়ায় উদ্বেগ বাড়ছে কর্মী সমর্থকদের মধ্যে। প্রথম শ্রেণীর বেড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ৪২৮১৮ জন এ-র মধ্যে পুরুষ ভোটার ২১৭৮২ ও মহিলা ভোটার ২১০৩৬ জন। পাবনা জেলা অতিরিক্ত নির্বাচন কর্মকর্তা তৌফিকুর রহমান জানান,ইভিএম পদ্ধতিতে বেড়া পৌরসভার ভোট গ্রহন করা হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।