বেড়ায় শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত হয়েছে পৌর-নির্বাচন
পাবনার বেড়া পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আজ। এতে পাঁচজন প্রার্থীর মধ্যে এ্যাড. আসিফ শামস রঞ্জন নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন, মোট প্রাপ্ত ভোট ২১৮৮৩।
বাকী চারজন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে নারকেল গাছ প্রতীক নিয়ে ৩৬৬০ আব্দুল বাতেন পেয়েছে ভোট, জগ মার্কা প্রতীক নিয়ে কেএম আব্দুল্লাহ পেয়েছে ৮১৭ ভোট, রেল ইঞ্জিন প্রতীক নিয়ে মাসুদ রানা পেয়েছেন ৩৪৭৯ ভোট এবং মোবাইল প্রতীক নিয়ে সাদিয়া আলম পেয়েছে ২২৫ ভোট।
এদিকে, সুষ্ঠু ভোট অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও পৌরসভার বেশ কয়েকটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগে করেছেন সাবেক মেয়র আব্দুল বাতেন ও স্বতন্ত্র প্রার্থী কেএম আব্দুল্লাহ।
অন্যদিকে, ভোটারদের মাঝে উৎসব আমেজে অনুষ্ঠিত এই নির্বাচনে সুষ্ঠু ভাবে ভোট দিতে পেরে সন্তুষ্টি প্রকাশ করেছেন পৌরবাসী।
এদিকে, সুন্দর ও সুষ্ঠু ভাবে ভোটাধিকার প্রয়োগ করার প্রত্যায়ে মাঠে থাকা আইনশৃঙ্খলা বাহিনীর তৎপর ও ছিল চোখে পড়ার মতো।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭