ঢাকাসোমবার , ১ নভেম্বর ২০২১

বেড়া পাবনায় যুব দিবসে আলোচনা ও ঋনের চেক বিতরণ


নভেম্বর ১, ২০২১ ৫:৪৬ অপরাহ্ণ
Link Copied!

দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ ’ শ্লোগানকে সামনে নিয়ে পাবনার বেড়া উপজেলায় পালিত হয়েছে জাতীয় যুব দিবস। দিবসটি উপলক্ষে আজ সোমবার (১ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও যুব ঋণের চেক বিতরণ করা হয়েছে।

উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার জনাব সবুর আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোঃ রেজাউল হক, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল কদ্দুস, কৃষি অফিসার মশকর আলী, আমিনুল ইসলাম আজাদ প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা কাজী ইমরান সাঈদ, সার্বিক সহযোগিতা করেন সহকারি যুব উন্নয়ন কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন।

আলোচনা শেষে ৫২ জন যুবক-যুবতীর মধ্যে যুব ঋণের চেক বিতরণ করা হয়।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।