আশুলিয়ার জামগড়া অঞ্চলের বেশ কয়েকটি বাসা বাড়ি থেকে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাসের কর্তৃপক্ষ। এ সময় অবৈধ গ্যাস সংযোগের কাজে ব্যবহৃত পাইপলাইন বিচ্ছিন্ন করে তা জব্দ করে নিয়ে যায় কর্তৃপক্ষ। সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপক (জোবিঅ) প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েমের নেতৃত্বে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় তিতাসের প্রায় ৯০ জন শ্রমিক অংশগ্রহণ করেছে। এলাকার ভুক্তভোগীরা জানায়, প্রায় এক বছর আগে আশুলিয়ার এসব এলাকায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে প্রতিটি বাসাবাড়িতে অবৈধ গ্যাস সংযোগ দেয় জামগড়া এলাকার প্রভাবশালীরা। এ ব্যাপারে প্রকৌশলী আবু সাদাৎ মোহাম্মদ সায়েম বলেন, সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে। নিয়মিত এ অভিযান মাসজুড়ে চলবে। সংযোগ যারা দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।