ঢাকাশনিবার , ১৩ নভেম্বর ২০২১

আশুলিয়ার একাংশে রাজু বেপারীর নেতৃত্বে চলছে কিশোর গ্যাংয়ের দৌড়াত্ব


নভেম্বর ১৩, ২০২১ ৮:৪৭ অপরাহ্ণ
Link Copied!

 আশুলিয়ার পলান পাড়া এলাকায় গড়ে উঠেছে এক বিশাল কিশোর গ্যাং। এই গ্যাং পরিচালনা করেন রাজু বেপারী নামের এক ব্যক্তি। রাজু বেপারী কাঠগড়া পলান পাড়া এলাকার করম আলী বেপারীর ছেলে। গতকাল(১১ নভেম্বর২১) রাত একটার দিকে রাজু বেপারীর কিছু সংখ্যক কিশোর, কাঠগড়া পশ্চিমপাড়ার একটি মহল্লায় চলাচলের রাস্তা বন্ধ করে আড্ডা দিতে থাকে। এমবস্থায় , আলামিন নামের এক ব্যক্তি কাজ শেষ করে বাসায় ফেরার পথে রওনা হোন, পথিমধ্যে রাব্বি নামের কিশোর তার গতীরোধ করে এবং অপমান অপদস্থ করে। পরদিন সকালে, রাব্বি আবারো তার দলবল নিয়ে আলামিনকে মারধর করার উদ্দেশ্যে আসলে আলামিনের ভাই তাদেরকে ধাওয়া দেন। ধাঁওয়ার কারনে রাব্বি তার সঙ্গীদের নিয়ে চলে যায়। পরবর্তীতে রাব্বি তার লিডার রাজু বেপারীসহ শতাধিক কিশোর নিয়ে আসে এবং আলামিনের ভাইকে মারধর করে। জানা যায়, একই মহল্লার হাবিল কসাইয়ের ছেলে বাবু নিজ বাড়িতে তাদেরকে রাতে আশ্রয় দেয় এবং চুরি,ছিনতাই, চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্মে সহযোগিতা করে। এব্যাপারে ভুক্তভোগী জানান, খুব শিগ্রই আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো। এব্যাপারে আশুলিয়া থানায় দুটি জিডি রুজু হয়েছে। জিডি নং-১০৪৬ ও ১০৪৭, তাং-১২/১১/২১ ইং

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।