বিএনপির যুগ্মসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে বর্তমানে তিনি বাসায় চিকিৎসা নিচ্ছেন। বুধবার (১৭ নভেম্বর) সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। গত সোমবার পরীক্ষার পর তার কিডনিতে টিউমার ধরা পড়েছে।
বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও পরিবারের পক্ষ থেকে তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
ডা. এ জেড এম জাহিদ হোসেনের পরামর্শে মঙ্গলবার তার বায়োপসি করা হয়েছে। এ রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে প্রচণ্ড বুকের ব্যাথা নিয়ে হাসপাতালের সিসিইউ’তে ভর্তি হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। বুধবার ভোরে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল তাকে ভর্তি করা হয়।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।