কমিউনিটি পুলিশের কার্যক্রম কে গতিশীল করে তুলতে বেড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৮৭ জন গ্রাম পুলিশের মাঝে ৮৭ টি বাই সাইকেল প্রদান করা হয়েছে। গতকাল রোববার(৩অক্টোঃ)দুপুরে উপজেলা চত্তরে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সাইকেল হস্তান্তর করেন বেড়া উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ সবুর আলী।এ সময় উপস্থিত ছিলেন বেড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মেসাবউল হোক মহিলা ভাইসচেয়াম্যান শারমিন সুলতানা ইতি প্রমুখ। উপজেলা নির্বাহি কর্মকর্তা বলেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে যোগাযোগ বৃদ্ধি করতে সাইকেল গুলো যথেষ্ট ভূমিকা রাখবে।
বেড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান,সাইকেল গুলো বেড়া উপজেলার কমিউনিটি পুলিশিং কার্যক্রমকে গতিশীল করবে।গ্রাম পুলিশ সদস্যরা দ্রুত নিকটস্থ পুলিশের সাথে যোগাযোগ করতে প্রদান করা সাইকেল কাজে লাগাতে পারবেন।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।