ঢাকাবুধবার , ১৩ অক্টোবর ২০২১

দীর্ঘদিন ধরে নিষিদ্ধ ঔষধ বিক্রি, জামগড়ার সুফিয়া ফার্মেসীতে অভিযান


অক্টোবর ১৩, ২০২১ ১১:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 অভিযান ঢাকার আশুলিয়ায় ফার্মেসীর দোকানে অভিযান চালিয়ে অবৈধ ও নিষিদ্ধ ২২ ধরণের ঔষধ জব্দ করেছে ওষুধ প্রশাসন ।

বুধবার দুপুরে জামগড়া বাসস্ট্যান্ডে সুফিয়া ফার্মেসীতে এ অভিযান পরিচালনা করা হয়। জানা যায়, ভারতীয় অবৈধ ওষুধ বিক্রির অভিযোগে জামগড়ায় অভিযান চালায় ঔষধ প্রশাসন। এসময় সুফিয়া ফার্মেসীতে অভিযান চালিয়ে ২২ ধরনের নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয় ।

এসময় তাদের বিরুদ্ধে নিষিদ্ধ ঔষধ বিক্রির কারন জানতে চেয়ে নোটিশ দিয়েছে প্রশাসন। ঔষধ প্রশাসনের সহকারী পরিচালক সৈকত কুমার জানান, ২২ ধরনের ভারতীয় নিষিদ্ধ ঔষধ জব্দ করা হয়েছে।যার পরিপ্রেক্ষিতে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান আরও অব্যাহত থাকবে বলে জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।