ঢাকামঙ্গলবার , ৫ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ খবর

গ্রামবাসীর বিরোধ, পাবনায় ৯৯৯ এ ফোন দিয়ে লাশ দাফন


অক্টোবর ৫, ২০২১ ৭:৪২ অপরাহ্ণ
Link Copied!

দুই গ্রামের একটি কবরস্থান । এক গ্রামের মানুষ ১০ শতক বেশি জমি দিয়েছে, অন্য গ্রাম কম—এ নিয়েই বিরোধ । সেই বিরোধের জেরে কবরস্থানে তালা ঝোলানোর নির্দেশ দেন কবরস্থান কমিটির সভাপতি । এমন অবস্থায় মারা যাওয়া নবজাতককে কবর দিতে এসে বিপাকে পড়েন এক বাবা। শেষ পর্যন্ত জরুরি জাতীয় সেবা নম্বর ৯৯৯–এ ফোন দিয়ে পুলিশের সহযোগিতায় দাফন সম্পন্ন হয়। গতকাল রোববার রাতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার ভাঙ্গুড়া ইউনিয়নের ভেড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ইউনিয়নের ভেড়ামারা ও চরপাড়া গ্রামের বাসিন্দাদের লাশ দাফনের জন্য ভেড়ামারা গ্রামে যৌথ একটি কবরস্থান রয়েছে। কবরস্থানটিতে চরপাড়া গ্রামের বাসিন্দারা ১০ শতক জমি কম দেওয়ায় দুই গ্রামের মধ্যে বিরোধ তৈরি হয়েছে। এর মধ্যেই গতকাল সন্ধ্যায় চরপাড়া গ্রামের মনিরুল ইসলাম নামের এক ব্যক্তির নবজাতকের মৃত্যু হয়। মনিরুল ইসলাম ও গ্রামের বাসিন্দারা গতকাল রাতে কবরস্থানে শিশুটিকে দাফন করতে গিয়ে তালাবদ্ধ পান। পরে তাঁরা খোঁজ নিয়ে জানতে পারেন কবরস্থান কমিটির সভাপতি আবদুস সামাদ খাঁর নির্দেশে তালা দেওয়া হয়েছে। জমির বিরোধ মীমাংসা না হলে চরপাড়া গ্রামের কাউকে এই কবরস্থানে কবর দিতে দেওয়া হবে না। এতে নবজাতকের দাফন নিয়ে বিপাকে পড়েন চরপাড়া গ্রামের বাসিন্দারা। পরে তাঁরা ৯৯৯ নম্বরে কল দিলে উপজেলা প্রশাসন ও পুলিশের সহযোগিতায় কবরস্থানের তালা খুলে নবজাতকটির দাফন সম্পন্ন করেন। জানতে চাইলে কবরস্থান ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও ভাঙ্গুড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সামাদ খাঁ বলেন, কবরস্থানের সঙ্গে একটি এতিমখানা রয়েছে। সেখানে ১০ শতক জমি নিয়ে চরপাড়া গ্রামের বাসিন্দাদের সঙ্গে ভেড়ামারা গ্রামের বাসিন্দাদের বিরোধ রয়েছে। তাই গ্রামবাসীর অভিযোগেই দাফনে বাধা দেওয়া হয়েছিল। থানা–পুলিশের হস্তক্ষেপে বিষয়টি সাময়িকভাবে সমাধান হয়েছে। জমির সমস্যা সমাধান হলে স্থায়ী সমাধান হবে ।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।