ঢাকামঙ্গলবার , ১২ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ খবর

ইরাকে পার্লামেন্টে শিয়াপন্থীরা এগিয়ে


অক্টোবর ১২, ২০২১ ৬:০৪ অপরাহ্ণ
Link Copied!

ইরাকের জাতীয় সংসদ নির্বাচনে শিয়া ধর্মীয় নেতা মুকতাদা আল-সাদরের দল সবচেয়ে বেশি আসন পেতে যাচ্ছে। প্রাথমিক ফলাফলে তার দলের আসন সংখ্যা বাড়ার আভাস পাওয়া গেছে। আর সাবেক প্রধানমন্ত্রী নূরি আল-মালিকি দৃশ্যত শিয়া দলগুলোর মধ্যে দ্বিতীয় বৃহত্তম দলের নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন।

নির্ধারিত সময়ের বেশ আগেই রোববার ইরাকে সংসদ নির্বাচন অনুষ্ঠত হয়। ২০১৯ সালে রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে সরকারের পতন হয়।রোববারের নির্বাচনে ৪১ ভাগ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

প্রাথমিক ফলাফল দেখা যাচ্ছে, ৩২৯ আসনবিশিষ্টি ইরাকি পার্লামেন্টে মুক্তাদা আল-সাদরের দল এখন পর্যন্ত পেয়েছে ৭৩ আসন। সুন্নি নেতা ও সংসদ স্পিকার মোহাম্মাদ আল-হালবুসির দল প্রোগ্রেসিভ কোয়ালিশন ৩৮ আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া, তৃতীয় স্থানে থাকা ‘রুল অব ল’ দল পেয়েছে ৩৭টি আসন।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।