মোঃ সাফিউল আজীম খানঃ
বাংলাদেশ দল ওমানে যাওয়ার পর সেখানকার আবহাওয়া ভালো হয়ে গেছে। সোমবার সেখানে একদিনের কোয়ারেন্টিন করেছেন ক্রিকেটাররা। মঙ্গলবার প্রথমদিনের মতো ওমান ক্রিকেট একাডেমি মাঠে অনুশীলন করেছেন মাহমুদউল্লাহরা। আজ ও আগামীকাল এই মাঠে অনুশীলন করবে বাংলাদেশ দল। শুক্রবার ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ। ওমানের আল আমিরাত ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচ শুরু হবে। স্বাগতিক ওমান, স্কটল্যান্ড ও পাপুয়া নিউগিনির বিপক্ষে টি ২০ বিশ্বকাপের প্রথমপর্বে খেলবে বাংলাদেশ। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে দুই সপ্তাহ আগে ওমানে গেছেন মাহমুদউল্লাহ-মুশফিকরা। তিনদিনের অনুশীলনের পর ওমান ‘এ’ দলের বিপক্ষে টি ২০ ম্যাচ খেলে বাংলাদেশ দল যাবে আরব আমিরাতে। সেখানে শ্রীলংকা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচের পর আবার ওমানে ফিরবে প্রথম রাউন্ডে খেলতে। সুপার-১২ রাউন্ডে যেতে প্রথমপর্ব টপকাতে হবে। মাসকাটে পৌঁছার পর বিমানবন্দর থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে নিয়ে যাওয়া হয় সমুদ্রের তীর ঘেঁষা সাংরি-লা আল হুসন রিসোর্ট অ্যান্ড স্পাতে। ক্রিকেটাররা সেখানে নিজ নিজ রুমে কোয়ারেন্টিনে ছিলেন একদিন। ঢাকা থেকে সবাই করোনা নেগেটিভ হয়ে গেছেন।