ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ খবর

প্রধানমন্ত্রীকে কটুক্তিমূলক ধন্যবাদ দেয়ার অপরাধে কলেজ ছাত্র গ্রেপ্তার


অক্টোবর ৬, ২০২১ ৪:০৮ অপরাহ্ণ
Link Copied!

নাটোরের বড়াইগ্রামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রীর জন্মদিন নিয়ে কটুক্তি করার অভিযোগে সজল আহমেদ (১৯) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সজল তার ফেসবুক আইডিতে রেকর্ড মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার সুযোগ দেয়ার জন্য প্রধানমন্ত্রীকে কটুক্তিমূলক ধন্যবাদ জানায়। বিষয়টি নজরে এলে ছাত্রলীগ নেতা-কর্মীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

এর আগে মঙ্গলবার সকালে বনপাড়া বাজার থেকে ছাত্রলীগ নেতাকর্মীরা তাকে আটক করে। আটক সজল জেলার লালপুর উপজেলার চষুডাঙ্গা গ্রামের মাসুদ প্রামাণিকের ছেলে। তিনি বনপাড়া সেন্ট যোসেফ্স স্কুল অ্যান্ড কলেজের উচ্চ মাধ্যমিকের ছাত্র।

বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রাশেদুল ইসলাম জানান, তার নামে তথ্য প্রযুক্তি আইনে মামলা দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।