মোঃ সাফিউল আজীম খানঃ
মাঠে গোল নেই, রক্ষণে ফাঁকফোকর, মাঝমাঠ চলছে টেনেটুনে- বার্সেলোনার এমন দুর্দশা মাঠের বাইরেও। ড্রেসিংরুমে অশান্তির বাতাস, সেই বাতাস ম্যাচ চলাকালেও দেখা গেল। শনিবার রাতে অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ গোলে হারে বার্সা। যে ম্যাচে একাধিবার মেজাজ হারান বার্সার খেলোয়াড়রা। তবে প্রথম গোলের পর সার্জিও বুসকেটস ও জেরার্ড পিকের তর্কাতর্কি নজর কেড়েছে সবার। হারের পর এ নিয়ে চলছে তুমুল আলোচনা। পিকেই নিজেই দলের আক্রমণভাগের দুর্বলতা নিয়ে কথা বলেন। বার্সা নাকি আরও তিন ঘণ্টা খেললেও গোল করতে পারত না, ‘আমরা আরও তিন ঘণ্টা খেললেও অ্যাতলেটিকোর জালে বল পাঠাতে পারতাম না।’ নিজেদের ভুলেই যে গোল হজম করতে হয়েছিল সেটাই বোঝাতে চেয়েছেন পিকে। সেইসঙ্গে বুসকেটসের সঙ্গে তর্ক লাগার কারণও ব্যাখ্যা দিয়েছেন এই সেন্টারব্যাক, ‘লেমার বলটা ফেলিক্সের উদ্দেশ্যে পাঠায় আর তখন ফেলিক্স বলটা ধরার জন্য আমাদের রক্ষণভাগে ঢুকে বাড়তি চাপ সৃষ্টি করে। তখন ফেলিক্সকে অনুসরণ করা একজনের কাজ।’