ঢাকাশনিবার , ২ অক্টোবর ২০২১

সাফ চ‌্যা‌ম্পিউ‌নে জয় দি‌য়ে শুরু বাংলা‌দে‌শের।


অক্টোবর ২, ২০২১ ৮:৩৫ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সা‌ফিউল আজীম খানঃ

শেষ বাঁশি বাজার পর প্রবাসী বাংলাদেশিদের সেলফির আবদার মেটালেন গোলরক্ষক আনিসুর রহমান। ম্যাচসেরা বাংলাদেশের একমাত্র জয়সূচক গোলদাতা তপু বর্মণ বললেন, ‘প্রথম ম্যাচ গুরুত্বপূর্ণ। পরের ম্যাচের জন্য প্রস্তুত হতে এখন আমরা সময় পাচ্ছি।’ সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শুরুটা হলো জয় দিয়ে। শুক্রবার মালদ্বীপের রাজধানী মালেতে উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ৫৬ মিনিটে ডিফেন্ডার তপু বর্মণের পেনাল্টি গোলে বাংলাদেশ ১-০ ব্যবধানে হারিয়েছে শ্রীলংকাকে। সাফের ১৩তম আসরে জয় দিয়ে শুরু হলেও নতুন কোচ অস্কার ব্রুজোনের পাসিং ফুটবলের দর্শন তেমন মিলল না। বাংলাদেশের পরের ম্যাচ সোমবার সাফের সবচেয়ে সফল দল, সাতবারের চ্যাম্পিয়ন ভারতের বিপক্ষে।

মালের ন্যাশনাল স্টেডিয়ামে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশির উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। সারাক্ষণ তারা উৎসাহ জুগিয়েছেন নতুন লাল জার্সি গায়ে মাঠে নামা জামাল ভূঁইয়াদের। কিন্তু জেমি ডে-উত্তর বাংলাদেশ বল পজেশনে এগিয়েও ফিনিশিং দুর্বলতা কাটিয়ে উঠতে পারেনি। লক্ষ্যভ্রষ্ট শটে সুযোগ নষ্ট করেছেন সুমন রেজা। ফিফা র‌্যাংকিংয়ে বাংলাদেশের (১৮৯) চেয়ে পিছিয়ে থাকা শ্রীলংকাও (২০৫) একই সমস্যায় ভুগেছে। তুলনামূলক ভালো খেলেও গোলের রাস্তা খুঁজে পেতে জামালদের ব্যর্থতা টুর্নামেন্টে বাংলাদেশের জন্য সতর্ক বার্তা।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।