দলের ভবিষ্যৎ কর্মপরিকল্পনাসহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে বৈঠকে বসতে যাচ্ছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা। শনিবার বিকাল পাঁচটায় ভার্চুয়ালি বৈঠকটি অনুষ্ঠিত হচ্ছে।
বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেছেন। শায়রুল কবির জানান, ভার্চুয়াল সভায় লন্ডন থেকে সভাপতিত্ব করবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
জানা গেছে, সম্প্রতি দলের কেন্দ্র থেকে তৃণমূল সব পর্যায়ের নেতাদের কাছ থেকে আগামী দিনের আন্দোলন কর্মসূচি নিয়ে মতামত নিয়েছে বিএনপি। সবশেষ পেশাজীবীদের সঙ্গেও বৈঠক করেছে দলটির হাইকমান্ড। এসব বৈঠকে পাওয়া মতামত নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করা হবে বৈঠকে। এর বাইরে জোটের শরিক দলগুলোর জোট ত্যাগ, দলের শূন্যপদগুলো কোন প্রক্রিয়ায় পূরণ করা যায় সেসব বিষয়ও স্থান পেতে পারে স্থায়ী কমিটির বৈঠকে।
এছাড়াও নতুন নির্বাচন কমিশন গঠন, তথ্য অধিকার আইন, ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে বিভিন্ন সংস্থার প্রতিবেদন, কক্সবাজারে রোহিঙ্গা নেতা হত্যার বিষয়গুলো নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭