সাভার উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৪ অক্টোবর) সকালে সাভার উপজেলা পরিষদের সভা কক্ষে ঘন্টা ব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়। সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা কমিটির উপদেষ্টা সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব। বর্তমান পরিস্থিতিতে সারা দেশের অনাকাঙ্ক্ষিত সহিংসতার ঘটনা আলোচনায় উঠে আসে। তবে সাভার উপজেলায় সাম্প্রদায়িক কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না থাকায় প্রশাসনের প্রতি সন্তোষ প্রকাশ করে কৃতজ্ঞতা জানিয়ে আরো সতর্ক থাকার আহ্বান জানান বক্তারা। অনুষ্ঠিত আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় সাভার উপজেলাকে সাম্প্রদায়িক সম্প্রীতি জোরদার,সন্ত্রাসী, চাঁদাবাজি, কিশোর গ্যাং,মাদক মুক্ত করতে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়। করোনা ভাইরাস প্রতিরোধক টিকা দান কর্মসূচির কথাও মাসিক সভায় উল্লেখ করা হয়। এসময় সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) মাকারিয়াস দাস, আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক(ইন্টেলিজেন্স) জামাল সিকদার, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) এর ডেপুটি এসিস্ট্যান্ট ডাইরেক্টর মো: জাফর আলী শেখ, সাভার হাইওয়ে থানার উপ পরিদর্শক মো: চান মিয়া, সাভার পৌরসভার প্যানেল মেয়র ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম মানিক মোল্লা, মানবাধিকার কর্মী সালাউদ্দিন খান নঈম, সাভার পৌরসভার কর নির্ধারক নুরুল ইসলাম খান স্বপন, সাভার সরকারি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জাহাঙ্গীর আলম,সাভার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা, পাথালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পারভেজ দেওয়ান,বনগাও ইয়নিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল আলম, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন, ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ আলী, ধামসোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭