সাভার থানাধীন পশ্চিম রাজাসন এলাকায় অভিযান চালিয়ে রুমা আক্তার (৩৭) নামের এক নারী মাদক কারাবারিকে গ্রেফতার করেছে র্যাব-৪।
এ সময় তার কাছে থেকে সাত লক্ষ টাকা মূল্যের হেরোইন উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ৯ঃ৫০ টার দিকে র্যাব-৪ এর একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৭৭ গ্রাম হেরোইন সহ তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত রুমা আক্তারের গ্রামের বাড়ী মুন্সীগঞ্জ জেলায়। র্যাবের জিজ্ঞাসাবাদে জানা যায়, রুমা আক্তার একজন পেশাদার মাদক কারাবারি। সে দেশের বিভিন্ন এলাকা হতে লোক চক্ষুর আড়ালে বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে সাভার, আশুলিয়া সহ আশেপাশের এলাকায় খুচরা বিক্রি করে আসছিল।
এ সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের চৌকসদল তাকে গ্রেফতার করে। উল্লেখ্য, রুমা আক্তারের বিরুদ্ধে দেশের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭