অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ড পশ্চিম তীরের জেরুসালেমে মসজিদুল আকসার কাছে এক মুসলিম কবরস্তান গুড়িয়ে দিলো ইসরাইলের জেরুসালেম মিউনিসিপ্যালিটি।
রোববার জেরুসালেমের পুরনো শহরের আল-ইউসুফিয়া কবরস্তানটির বেশ কিছু কবর ধ্বংস করে মিউনিসিপ্যালিটি কর্তৃপক্ষ। প্রাচীরঘেরা পুরনো শহরের দেয়ালঘেঁষে থাকা এই কবরস্তানটি জেরুসালেমের অন্যতম পুরনো কবরস্তান।
তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদোলু এজেন্সিকে কমিশন ফর প্রটেকশন অব মুসলিম গ্রেভসের এক্সিকিউটিভ ডাইরেক্টর আহমদ আল-দাজানি বলেন, ইসরাইলি প্রত্নতাত্ত্বিক বিভাগকে আদালত কবরস্তানের কাছাকাছি এলাকায় অনুসন্ধান চালানোর অনুমতি দিয়েছে।
তিনি বলেন, ধ্বংস হওয়া কবরগুলো ওই মুসলিম ফিলিস্তিনিদের যারা ১৯৪৮ থেকে ১৯৬৭ সালের মধ্যে ইসরাইলিদের সাথে সংঘর্ষে প্রাণ হারিয়েছিলেন। তিনি আরো বলেন, ইসরাইলি প্রশাসনের অধীন জেরুসালেম মিউনিসিপ্যালিটি আল-ইউসুফিয়া কবরস্তানের কাছে একটি পার্ক তৈরিরও পরিকল্পনা করছে।
১৯৪৮ সালে ইসরাইল রাষ্ট্র প্রতিষ্ঠার পর জেরুসালেম শহরের পশ্চিম অংশ দখল করে নেয় ইসরাইলি বাহিনী। পরে ১৯৬৭ সালে ছয় দিনের আরব-ইসরাইল যুদ্ধের পর মসজিদুল আকসাসহ পূর্ব জেরুসালেম ইসরাইল দখল করে নেয়। আন্তর্জাতিক আইনে অধিকৃত ভূমি হিসেবে বিবেচিত হলেও ১৯৮০ সালে ইসরাইল শহরটিকে একীভূত করে নেয় এবং অখণ্ড জেরুসালেমকে ইসরাইলের রাজধানী হিসেবে ঘোষণা করে। বিভিন্ন সময় শহরটিতে থাকা ফিলিস্তিনি বাসিন্দাদের উচ্ছেদ করে ইসরাইলি ইহুদিদের শহরে আবাসনের প্রচেষ্টা চালিয়ে আসছে ইসরাইলি কর্তৃপক্ষ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭