নেতাকর্মীরা জানান, আসন্ন উপজেলা আওয়ামীলীগের সম্মেলন কে কেন্দ্র করে উপজেলার প্রতি ইউনিয়নে কাউন্সিল নির্বাচন চলছে। উপজেলা সদর সোনারং-টঙ্গীবাড়ী ইউনিয়নে ত্যাগী ও নিবেদিত কর্মী ও ওয়ার্ড কমিটির সভাপতি,সাধারণ সম্পাদককে বাদ দিয়ে পরিবারের সদস্য ও নিজস্ব ব্যাক্তিদের কাউন্সিলর বানিয়েছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি - সাধারণ সম্পাদক। এতে দীর্ঘদিন যাবত দলের জন্য কাজ করা কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে।
অনিয়ম ও স্বজনপ্রীতির মাধ্যমে গঠিত কাউন্সিল তালিকা দ্রুত পরিহার করে নতুন করে ত্যাগীকর্মীদের কাউন্সিল তৈরির দাবি জানান তারা।
মানববন্ধন ও সংবাদ সম্মেলনে অংশনেয় স্থানীয় আওয়ামীলীগের অর্ধশতাধিক নেতাকর্মী।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭