ঢাকাসোমবার , ১১ অক্টোবর ২০২১
আজকের সর্বশেষ খবর

দল প্রধান লিওনেল মেসির নেতৃত্ব আর্জেন্টিনা দলের বড় জয়


অক্টোবর ১১, ২০২১ ৫:৪১ অপরাহ্ণ
Link Copied!

বিশ্বকাপ বাছাইয়ে লাতিন আমেরিকা অঞ্চলে বাংলাদেশ সময় সোমবার ভোরে ঘরের মাটি এল মনুমেন্টাল স্টেডিয়ামে লাতিন আমেরিকার অন্যতম দল উরুগুয়েকে ৩-০ গোলে উরিয়ে দিয়েছে লিওনেল মেসির দল।

আগের ম্যাচে প্যারাগুয়ের সাথে ড্র করার পর এবার সাবলীল জয়ে কক্ষপথে ফেরত এলো আর্জেন্টিনা শিবির।

ম্যাচের প্রথমার্ধে ৩৮ মিনিটে চেলসোর পাসে উরুগুয়ের জালে প্রথম ধাক্কা দেয় দলপতি লিওনেল মেসি,প্রথমার্ধে আরেকটি গোল করেন আর্জেন্টিনা দলের অন্যতম মিড রদ্রিগো ডি পল তাকে সহায়তা করেন দলনেতা লিওনেল মেসি।

দিতীয়ার্ধের ৬২ মিনিটে আর্জেন্টিনার হয়ে তৃতীয় গোলটি করেন ইন্টার মিলান এর অন্যতম স্টাইকার মার্টিনেজ এই গোলটিতেও সহায়তা করেন চেলসো।

খেলার শেষভাগে কয়েকটি সুজক তৈরি করেও গোলের দেখা পাইনি সুয়ারেজরা। খেলায় আর্জেন্টিনা দল শতকরা ৬৩ ভাগ বল দখল করে রাখেন বাকি ৩৭ ভাগ বল দখলে রাখেন উরুগুয়ে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।