মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ধীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক এর সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বেলায়েত শাহীনের সঞ্চালনায় শুক্রবার বিকেল ৩ টায় ব্রাহ্মণভিটা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এ সময় ভোটের মাধ্যমে সভাপতি নির্বাচিত হন আব্দুর রাজ্জাক ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোঃ মামুন বেপারি। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগন্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব বীরমুক্তিযোদ্ধা লুৎফর রহমান।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন, সোহানা তাহমিনা যুগ্ন সাধারণ সম্পাদক মুন্সি গন্জ জেলা আওয়ামীলীগ,
জনাব আলহাজ্ব জগলুল হালদার (ভূতু), চেয়ারম্যান টংগিবাড়ী উপজেলা,ও সাবেক সভাপতি, আওয়ামীলীগ, এসময় আরো উপস্থিত ছিলেন টংগিবাড়ী উপজেলার যুবলীগ ছাত্র লীগ ও অন্যান্য নেত্রীবৃন্দ।