ঢাকাশনিবার , ১৮ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ খবর

‌পোশ‌া‌কে আস‌ছে রিশকা পেইন্ট।


সেপ্টেম্বর ১৮, ২০২১ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সা‌ফিউল আজীম খানঃ

১৯৪৭ সালে দেশ বিভাগের পর ঢাকায় রিকশা চলাচল শুরু হয়। সূত্রাপুরের এক জমিদার এবং ওয়ারির এক মাড়োয়ারি ব্যবসায়ী ঢাকায় প্রথম ছয়টি রিকশা আনেন। এরপর রিকশার জয়জয়কার। ক্রমেই বাড়তে থাকে রিকশার সংখ্যা। রিকশাকে কীভাবে আকর্ষণীয় করা যায় সে চিন্তা করেছেন অনেকে। তবে রিকশার পেছনে ছবি এঁকে এঁকে আকর্ষণীয় করার চেষ্টা করা হয়। বাংলা ছবির নায়ক-নায়িকা থেকে শুরু করে ফুল, ফল ও পাখির ছবি শোভা পায় এ সব পেইন্টিংয়ে। এক পর্যায়ে এটি শিল্পের পর্যায়ে দাঁড়িয়ে যায়। কিন্তু কালের বিবর্তনে এটি হারিয়ে যেতে থাকে। হাতে আঁকা ছবির জায়গায় স্থান পেতে থাকে অফসেট প্রিন্টিং। শিল্পীরা বেকার হতে থাকেন। কিন্তু সম্প্রতি এই রিকশা পেইন্টের ধারা ফিরিয়ে আনার লক্ষ্যে নতুন করে প্রচেষ্টা শুরু হয়েছে। সেটি অবশ্য রিকশায় নয়, পোশাকে।

ফারজানা নাদিয়া নামে এক তরুণ ডিজাইনার সম্প্রতি এ ধারা যুক্ত করেছেন নারীদের ব্লাউজে। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ফ্যাশন ডিজাইনের ওপর ডিগ্রি নেওয়া এ ডিজাইনার বলেন, মূলত উজ্জ্বল রঙে আঁকা, সুস্পষ্ট সাবলীল ও প্রাণবন্ত চিত্রকে রিকশা আর্ট বলা হয়ে থাকে। এটির একটি নির্দিষ্ট গঠন আছে, যা দেখে বোঝা যাবে এটি একটি রিকশা পেইন্ট। উজ্জ্বল রং রিকশা পেইন্টের বড় বৈশিষ্ট। নীল, সবুজ, লাল, হলুদ, গোলাপি এই রংগুলো রিকশা পেইন্টে বেশি ব্যবহার হয়ে থাকে। হালকা রং একেবারেই নেই। তিনি বলেন, রিকশা পেইন্ট প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে বলে ভালো লাগা থেকেই তা নিয়ে কাজ শুরু করেন। ব্লাউজে রিকশা পেইন্টের বিষয়ে তার মত হচ্ছে-স্লেব কটনে এই পেইন্ট ভালো হয়। হাতে আঁকার জন্য কটন কাপড় খুবই উপযোগী। নকশাগুলো দেশীয় সিনেমার পোস্টারই শুধু নয়, প্রকৃতির নানা ছবি যেমন—পশু-পাখি, পদ্মের ওপর তাজমহল, গোলাপি রঙের মানুষ, বাঘের হাতে তাসসহ নানা জাদুকরি শিল্পকর্ম এতে স্থান পেয়েছে। তিনি বলেন, রিকশা পেইন্ট শুধু রিকশার পেছনে থাকবে এমন নয়। কারো ঘরের দেওয়াল, পোশাক, আসবাবপত্র এবং নানা ধরনের শো-পিসেও থাকতে পারে। প্রসঙ্গত বাংলাদেশে ১৯৫০ সাল থেকে রিকশা পেইন্টের ধারা চলে আসছে। ফারজানা নাদিয়া মনে করেন, এই ধারাকে টিকিয়ে রাখতে শিল্পী, ডিজাইনার সবাইকে এগিয়ে আসতে হবে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।