ঢাকাবুধবার , ১৫ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ সবখবর

কবুতর পালন পদ্ধ‌তি।


সেপ্টেম্বর ১৫, ২০২১ ৪:৫০ অপরাহ্ণ
Link Copied!

মোঃ সা‌ফিউল আজীম খানঃ

ভালো বাসস্থান কবুতর পালনের জন্য খুবই দরকারী। উত্তম নিষ্কাশন, পর্যাপ্ত সূর্যের আলো এবং বাতাস চলাচল আছে এরকম উঁচু এবং বালুময় মাটিতে কবুতরের ঘর করতে হয়। যা খামারির আবাসস্থল থেকে ২০০ থেকে ৩০০ ফুট দুরে ও দক্ষিণমূখী হওয়া উচিত। মাটি থেকে ঘরের উচ্চতা ২০ থেকে ২৪ ফুট এবং খাচার উচ্চতা ৮ থেকে ১০ ফুট হওয়া ভালো। কবুতর ডিম দেওয়ার ১৭ থে‌কে ১৮ দিন ওম দেওয়ার পর সেই ডিম থে‌কে বাচ্চা পাওয়া যায়।

কবুত‌রের খাদ‌্য তা‌লিকাঃ 

কবুত‌রের খাবা‌রের তা‌লিকায় র‌য়ে‌ছে, ধান, গম, ভুট্টা, রেজা, স‌রিষা, ডাব‌লি ইত‌্যা‌দি।

কবুত‌রের রোগঃ 

ঠান্ডা, জ্বর, রক্ত আমাশয়, সবুজ চুনা পায়খানা, টাল রোগ, প‌্যারালা‌ইসিস কবুতর ইত‌্যা‌দি রো‌গে আক্রান্ত হয়।

চি‌কিৎসাঃ

ডিম উৎপাদ‌নের জন‌্য ভিটা‌মিন (ই-‌সেল)

নতুন পালক গজা‌নোর জন‌্য (জেস ভেট)

পাতলা বা সবুজ চুনা পায়খানার জন‌্য (‌রেনামা‌ইসিন)

টাল রো‌গের জন‌্য(এ‌ বি অন) ট‌্যাব‌লেট।

প‌্যারালাই‌সিস এর জন‌্য (ক‌্যাল‌টেট)ট‌্যাব‌লেট ব‌্যবহার করা হয়।

কবুতর পালন প্রচুর লাভজনক। কবুতর পালন এর মাধ‌্যমে বেকারত্ব দুর করা সম্ভব।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার মতামত বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।