পানি বন্দী মানুষের পাশে “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন” । পাবনা জেলার বেড়া উপজেলায় শিক্ষার্থীদের দ্বারা পরিচালিত “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন” । স্বেচ্ছাসেবী সংগঠন হিসাবে ছয় বছর ধরে বেড়া উপজেলা সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় গরীব ও অসহায়দের সাহায্য সহযোগিতা করে আসছে । তারই প্রেক্ষাপটে এবার সিরাজগঞ্জের পানি বন্দী মানুষের খবর পেয়ে তাদের জন্য শুকনা খাবার নিয়ে হাজির হয় শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের স্বেচছাসেবকরা । তারা প্রায় ৫০০ শত মানুষের মাঝে শুকনো খাবার, বিস্কুট আর মুড়ি বিতরণ করেন । সংগঠনের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রায় বছর পাঁচেক আগে ঐতিহ্যবাহী বেড়া বিপিন বিহারী সরকারি উচ্চবিদ্যালয়ের সপ্তম ও অষ্টম শ্রেণীর কয়েকজন শিক্ষার্থী টিফিনের টাকা বাঁচিয়ে গঠন করে “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন” নামের এই স্বেচ্ছাসেবী সংগঠন । শুরুর দিকে তারা দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষা সংক্রান্ত সহায়তাসহ দুস্থদেরও নানাভাবে সহায়তা করেছে। যেখানেই তারা মানুষের অসহায়ত্বের খবর পেয়েছে, সেখানেই পৌঁছে গেছে সাহায্যের হাত বাঁড়াতে । দুস্থদের মধ্যে খাদ্যসামগ্রী, চিকিৎসা সামগ্রী, শীতবস্ত্র প্রভৃতি বিতরণ করেছে । তাদের কর্মকাণ্ডে খুশি হয়ে অনেক স্বচ্ছল ও ধনী ব্যক্তি সংগঠনের তহবিলে অর্থসহ বিভিন্ন রকম সামগ্রী দান করছেন । বর্তমানে সংগঠনটির সঙ্গে যুক্ত হয়েছেন বেড়া উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী । শিক্ষার্থী সহযোগিতা সংগঠনের প্রতিষ্ঠাতা মেহেরাব হোসেন জিম বলেন, আপনি কোনো মানুষকে এক টাকা সাহায্য করে যদি তার মুখে হাসি ফুটাতে পারেন তাহলে ঐ মুহূর্ত হবে আপনার জীবনের চেষ্ট মুহূর্ত । আজ আমরা দেখেছি মাত্র ১০-২০ টা বিস্কুট আর এক পেকেট মুড়ির জন্য মানুষের কি হাহাকার করে । আর এগুলো পেয়ে যে এদের আনন্দ সেটি আর বলার ভাষা রাখে না । প্রতিটি মানুষের উচিৎ অন্যকে খুশি রাখা সে হোক ধনী বা গরীব । আমরা সব সময় চেষ্টা করে যাচ্ছি মানুষের মুখে হাসি ফোটাতে । উল্লেখ্য পাবনার বেড়া উপজেলায় গড়ে ওঠা এই “শিক্ষার্থী সহযোগিতা সংগঠন” টির পাশে সমাজের উচ্চবিত্ত সহ সকল শ্রেণী ও পেশার মানুষের সাহায্যে কামনা করেছেন তারা ।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭