বেড়া উপজেলা প্রাশাসনের বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস
পাবনার বেড়ায় যমুনা নদীতে বেড়া উপজেলা প্রশাসনের বিশেষ অভিযানে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে।১৪ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বেড়া উপজেলা দিয়ে বয়ে যাওয়া যমুনা নদীর বিভিন্ন স্থানে উপজেলা সহকারী ভূমি কমিশনার মাহবুব আলম এর অভিযানে,উপজেলা মৎস্য কর্মকর্তা এসএম জাহাঙ্গীর আলম ও থানা প্রশাসন সহ এই অভিযান পরিচালনা করে ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করে পুড়িয়ে ধ্বংস করে।
উপজেলা সহকারী ভ‚মি কমিশনার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ অভিযান চলমান থাকবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭
প্রকাশিত সংবাদপত্রের অংশ