বাংলাদেশ ছাত্রলীগ কুড়িগ্রাম জেলা শাখার এক জরুরী সিদ্ধান্ত মোতাবেক- আজ বাংলাদেশ ছাত্রলীগ ভূরুঙ্গামারী উপজেলা শাখার কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা ছাত্রলীগ সভাপতি মো: মাহমুদুল হাসান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল মামুন সরকার এর সঞ্চালনায় কর্মীসভা অনুষ্ঠিত হয়।
এতে উদ্বোধক হিসাবে উপস্থিত ছিলেন -বাংলাদেশ ছাত্রলীগ,কুড়িগ্রাম জেলা শাখা সংগ্রামী সভাপতি জনাব মোঃ রাজু আহমেদ।প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সংগ্রামী সভাপতি জনাব আলহাজ্ব শাহজাহান সিরাজ, বিশেষ অতিথি ছিলেন ভূরুঙ্গামারী উপজেলার মাটি ও মানুষের নেতা, উপজেলা পরিষদ এর সুযোগ্য চেয়ারম্যান, উপজেলা আওয়ামীলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ নুরুন্নবী চৌধুরী খোকন। আমন্ত্রিত অতিথি ছিলেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন। প্রধান বক্তা ছিলেন কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ প্রমুখ।
উক্ত কর্মীসভায় অংশ নেন ভূরুঙ্গামারী উপজেলা ছাত্রলীগের সকল ইউনিট সমূহ:-ভূরুঙ্গামারী সরকারি কলেজ শাখা ছাত্রলীগ, ভূরুঙ্গামারী সদর শাখা ছাত্রলীগ,পাথরডুবী ইউনিয়ন ছাত্রলীগ,শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগ,তিলাই ইউনিয়ন ছাত্রলীগ,পাইকেরছড়া ইউনিয়ন ছাত্রলীগ,চর ভূরম্নঙ্গামারী ইউনিয়ন ছাত্রলীগ,জয়মনিরহাট ইউনিয়ন ছাত্রলীগ,আন্ধারীঝাড় ইউনিয়ন ছাত্রলীগ,বলদিয়া ইউনিয়ন ছাত্রলীগ,বঙ্গসোনাহাট ইউনিয়ন ছাত্রলীগ এর এক হাজার নেতাকর্মী।
কর্মীসভায় কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি জনাব মোঃ রাজু আহমেদ বলেন, মানবিক কাজের পাশাপাশি সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল রাখা আমাদের অন্যতম একটি দায়িত্ব । আপনারা জানেন, সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন এর পরে জাতীয় নির্বচনের সময়ও ঘনিয়ে এসেছে। আমাদের এখন প্রস্তুতি নিতে হবে । ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। বিশেষ করে আমাদের ছাত্রলীগ কর্মীদের দায়িত্ব অনেক বেশী । কারন তরুন ভোটারদের মন জয় আমাদেরকেই করতে হবে। সরকারের উন্নয়ন কর্মকান্ড যেমন তুলে ধরতে হবে তেমনি দেশী-বিদেশী ষড়যন্ত্র সম্পর্কেও সতর্ক থাকতে হবে ।
বাংলাদেশ ছাত্রলীগ,কুড়িগ্রাম জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মোঃ সাদ্দাম হোসেন বলেন,আমরা কুড়িগ্রাম জেলার ৭২ টি ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড,কলেজ, পৌরসভা,সদর থানার প্রতিটি ইউনিটকে গতিশীল রাখতে চাই। অনেকদিনের নির্জীব ছাত্রলীগকে পুনজাগরণ করতে চাই । প্রতিটি ইউনিটের সাংগঠনিক রিপোর্ট দেখে আমরা সিদ্ধান্ত নেবো । যারা যোগ্য তারাই নেতৃত্বে আসবেন ।
আপনারা জানেন, ছাত্রলীগ এতিমের সংগঠন । সবাই ছাত্রলীগকে ব্যবহার করে । আমাদের একমাত্র অভিভাবক জননেত্রী শেখ হাসিনা । আমরা তার সেবক হয়ে ছাত্রলীগকে গতিশীল করতে আমৃত্য কাজ করে যাবো ।
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জনাব মোঃ রাকিনুল হক চৌধুরী ছোটন বলেন, নব নির্বাচিত জেলা ছাত্রলীগের আংশিক কমিটি গঠন হয়েছে।করোনার কারনে সরকারের বিধি নিষেধের কারনে তারা রাজনৈতিক সভা সমাবেশ করতে পারেনি।জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক এর নেতৃত্বে কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের প্রতিটি ইউনিটের নেতা-কর্মীরা যে যার সামর্থ অনুযায়ি মানুষের পাশে দাড়িয়েছি।আমরা দেখেছি তারা পাচঁগাছি –যাত্রাপুরে ভেঙ্গে যাওয়া সড়কে বাধ নির্মাণ, বৃক্ষ রোপন, অসহায়দের মধ্যে খাবার –শাক-সবজি বিতড়ণসহ নানা রকম মানবিক কার্যক্রম করেছিলো।এখন তারা মানবিক কাজের পাশাপাশি সংগঠনকে সাংগঠনিক কার্যক্রমের মাধ্যমে গতিশীল রাখবে বলে আমি বিশ্বাস করি।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭