ভোলা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরাঙ্গ চন্দ্র দেকে আটক ও কুষ্টিয়াসহ সারাদেশে প্রতিমা ভাংচুর প্রতিবাদে ভেড়ামারায় হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন বিক্ষোভ সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ভেড়ামারা উপজেলা শাখার আয়োজনে
আজ সোমবার সকালে ভেড়ামারা প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।মানববন্ধনে ভেড়ামারা হিন্দু সম্প্রদায়ের নেতারা এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন তিনারা প্রতিমা ভাংচুর কারী দের অবিলম্বে গ্রেফতার করে শাস্তির দাবি জানিয়েছেন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭