আফগানিস্তানের রাষ্ট্রক্ষমতায় তালেবান আসার পর দেশটির মসজিদে মসজিদে মুসল্লিদের সংখ্যা বেড়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
সংস্থাটির প্রতিবেদনে বলা হয়, আগে পকেটমার এবং চুরির কারণে মুসল্লির সংখ্যা কম থাকতো মসজিদগুলোতে। তালেবান ক্ষমতায় আসায় চুরিসহ অন্যান্য অপরাধের প্রবণতা কমেছে। ফলে মসজিদে আসাটা আগের চেয়ে অনেক নিরাপদ মনে করছেন মুসল্লিরা। সেইসাথে ধর্মীয় স্থাপনায় আত্মঘাতী হামলার কারণেও লোক সমাগম কম হতো।
স্থানীয় এক মুসল্লি জানান, পকেটমারের ভয়ে আগে খুব বেশি মানুষ নামাজে আসতো না। প্রতি ওয়াক্তে হয়তো বড়জোর ১৫ জন হতো। কিন্তু এখন মসজিদ ভরে যায়। আসার পর জিজ্ঞাসাও করে তালেবান সদস্যরা এসেছে কি না।
আরেকজন জানান, মানুষ এখন নামাজের বিষয়ে অনেক সচেতন। শুধুমাত্র মুসল্লির সংখ্যাই বেড়েছে তা নয়, এর পাশাপাশি মাদরাসাগুলোতেও শিক্ষার্থীর সংখ্যা বেড়েছে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭