ঢাকাবৃহস্পতিবার , ২ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ খবর

ঢাকার সাভারে রুমে ঢুকে প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা


সেপ্টেম্বর ২, ২০২১ ৫:২০ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারে রুমে ঢুকে রুনা (২৭) নামের এক প্রবাসীর স্ত্রীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার ভোর রাতে সাভার পৌরসভার দক্ষিণ রাজাশন এলাকার সার্ড স্কুল সংলগ্ন তারার বাবার বাড়িতে এঘটনা ঘটে। এ ঘটনা ঘটে। তিনি তার বাবার বাড়িতে একাই সেমি পাকা বাড়ির একটি কক্ষে থাকতেন। সাভার মডেল থানার উপ-পরিদর্শক তাহমিদুল বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত রুনা সাভারের ওই এলাকার মহিউদ্দিন মোল্লার মেয়ে। তার স্বামী মোবারক হোসেন দীর্ঘদিন ধরে সিঙ্গাপুরে থাকেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, স্বামী বিদেশ থাকার সুবাদে রুনা বেশির ভাগ সময় তার একমাত্র সন্তানকে নিয়ে বাবার বাড়িতেই থাকতেন। বৃহস্পতিবার রাতে রুনা যথারীতি খেয়ে ঘুমিয়ে পড়েন। প্রতিদিন তিনি ভোরে ঘুম থেকে উঠতেন। কিন্তু আজ না ওঠায় তাকে ডাকতে গিয়ে তার রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখেন পরিবারের সদস্যরা। খবর পেয়ে মরদেহ উদ্ধার করতে ঘটনাস্থলে যায় পুলিশ। কারও কারও ধারণা, পরকীয়ার বলি হতে পারেন রুনা।

সাভার মডেল থানার উপপরিদর্শক তাহমিদুল বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হবে।

হত্যাকাণ্ডের কারণ ও হত্যাকারীদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।