ঢাকার সাভারে অভিযান চালিয়ে পাইপগান ও গুলিসহ চিহ্নিত সন্ত্রাসী মুরাদ হোসেন’কে গ্রেফতার করেছে র্যাব-৪।
শুক্রবার (০৩ সেপ্টেম্বর) রাতে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে র্যাব-৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. সাজেদুল ইসলাম। এরআগে গতরাতে র্যাব-৪ এর একটি দল সাভারের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়ে মুরাদকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পাইপগান ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
এএসপি সাজেদুল ইসলাম আওর জানান, গ্রেফতার মুরাদ দীর্ঘদিন ধরে অস্ত্র ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। এরআগে একাধিক দেশীয় অস্ত্র বিভিন্ন ব্যক্তিদের কাছে বিক্রি করেছে। এছাড়া সে এলাকার বিভিন্ন নিরিহ মানুষকে অস্ত্র প্রদর্শন সহ ভয়ভীতি দেখিয়ে বিভিন্ন সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজি করে আসছিলো।
তার বিরুদ্ধে সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।
✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com
❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।