ঢাকাশনিবার , ৪ সেপ্টেম্বর ২০২১
আজকের সর্বশেষ খবর

ডিএমপির ৪ থানায় ওসি রদবদল


সেপ্টেম্বর ৪, ২০২১ ১:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপির চার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল করা হয়েছে। তেজগাঁও, পল্টন, হাজারীবাগ ও ভাটারা থানায় নতুন ওসি নিয়োগ দিয়েছে ডিএমপি।

সোমবার ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই রদবদল করা হয়।

আদেশে ডিএমপির লাইনওআরের ইন্সপেক্টর অপূর্ব হাসানকে তেজগাঁও থানার ওসি, তেজগাঁও থানার ওসি মো. সালাহ উদ্দীন মিয়াকে পল্টন থানায়, ভাটারা থানার ওসি মোক্তারুজ্জামানকে হাজারীবাগ থানায় এবং হাজারীবাগ থানার ওসি মোহা. সাজেদুর রহমানকে ভাটারা থানায় বদলি করা হয়েছে।

এছাড়া একই আদেশে পল্টন থানার ওসি আবু বকর সিদ্দিককে ডিএমপি ক্রাইম বিভাগে এবং মহানগর গোয়েন্দা (ডিবি-মিরপুর) পুলিশের ইন্সপেক্টর মো. আনোয়ারুল ইসলামকে ডিবি-লালবাগ বদলি করা হয়েছে।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।