জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার হাসাইল বানারী ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মুন্সীগঞ্জ কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আয়োজনে এবং টঙ্গীবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ মনির হোসেন ফকির ও সমাজকর্মী মোঃ দানেশ খান এর সার্বিক সহযোগিতায় শনিবার (১৮-০৯-২০২১ইং) দিনব্যাপী বানারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের কক্ষে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
টঙ্গীবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মত নাহিদা পারভীন এর সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জগলুল হালদার ভুতু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ ডাইফ এর উপমহাপরিদর্শক মোসাম্মত জুলিয়া জিয়াসমিন।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭