সাভারের আশুলিয়ায় শিভা আক্তার (২৯)নামের এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ । শনিবার(১৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে আশুলিয়া জামগড়া তেঁতুলতলা সংকর সরকারের বাড়ির একটি টিনশেড কক্ষ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ ।
নিহত শিভা আক্তার দিনাজপুর জেলার খানসামা থানার সাইদুল ইসলামের মেয়ে । তিনি আশুলিয়া জামগড়া তেঁতুলতলা এলাকার সংকর সরকারের বাড়িতে থেকে ডেকো গ্রুপের সুইং সেকশনে চাকরি করতো ।
পুলিশ জানায়,আমরা বিকাল সাড়ে ৪ টার দিকে সরকারি ওয়্যাললেজ এর মাধ্যমে খবর পাই বেরন তেতুলতলা মোড়ে এক বাসায় লাশ পাওয়া গেছে। পরে আমরা ঘটনাস্থলে এসে ঘর ভেঙে দেখি গলায় ওড়না পেচিয়ে ঝুলে আছে।মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে ।
আমাদের আইনানুগ প্রসিকিউট শেষে মরদেহ পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হবে। আশুলিয়া থানার উপপরিদর্শক (এস আই) আমিরুল ইসলাম জানান,প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন ।
মরদেহ উদ্ধারের পর পোস্টমর্টেমের জন্য ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়েছে।রিপোর্ট পাওয়ার পরে মৃত্যুর কারণ জানা যাবে।
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এ্যাড. নজরুল ইসলাম । ২০২০ সর্বস্বত্ব সংরক্ষিত | দৈনিক ভোরের খবর,খন্দকার এন্টারপ্রাইজ লিমিটেডের একটি প্রতিষ্ঠান। অফিসঃ ১৫০ নাহার ম্যানসন (৫ম তলা) মতিঝিল বানিজ্যিক এলাকা,ঢাকা -১০০০। বার্তাকক্ষ-+৮৮০১৭৪৫-৩৫৪২৭৭