স্ত্রী, শ্বশুর-শাশুড়িকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেছে এক বিজিবি সদস্য। গত বুধবার রাত ১১টায় সাঁথিয়ার মাধপুর গ্রামে ঘটনাটি ঘটে।
জানা গেছে, চলতি বছরের ২১শে জুলাই পারিবারিকভাবে মাধপুর গ্রামের মজনু খাঁর কন্যা বিথী খাতুনের সঙ্গে একই উপজেলার দৌলতপুর গ্রামের ফজলুল হক খানের ছেলে সজলের রেজিস্ট্রিবিহীন বিয়ে সম্পন্ন হয়। সজল খান রহনপুর ব্যাটালিয়ন-৫৯ বিজিবির সদস্য। বিথীর চাচা নজরুল ইসলাম জানান, কাউকে না জানিয়ে সজল সারপ্রাইজ দেয়ার জন্য শ্বশুরবাড়ি আসেন। পরে রাত ১১টার দিকে গেটের সামনে বিথী বাঁচাও বাঁচাও বলে চিৎকার করেন। মেয়ের চিৎকার শুনে মা কমেলা খাতুন এগিয়ে গেলে সজল ডেগার দিয়ে মা-মেয়েকে এলোপাতাড়ি কোপাতে থাকে। পরে বিথীর পিতা মজনু খাঁ এগিয়ে গেলে তাকেও কোপায় সজল ।
বাড়ির পাশের প্রতিবেশীরা এগিয়ে আসার আগেই পাশে রাখা সিএনজি নিয়ে পালিয়ে যায় সজল। রাতেই আতাইকুলা থানার অফিসার ইনচার্জ জালাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করে গুরুতর আহতদের পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠান। তাদের অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। বিথীর অবস্থা আশঙ্কাজনক জানান চিকিৎসক। আতাইকুলা থানা অফিসার ইনচার্জ জালাল উদ্দিন বলেন, এখনো মামলা হয়নি। তবে মৌখিকভাবে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) কে জানানো হয়েছে। মামলা হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।