ঢাকারবিবার , ১ আগস্ট ২০২১
আজকের সর্বশেষ খবর

সময় বাড়লো লঞ্চ চলাচলের


আগস্ট ১, ২০২১ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

গার্মেন্টসসহ সব কলকারখানার কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় আরও বাড়ানো হয়েছে। এতে করে সোমবার (২ আগস্ট) ভোর ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে। রোববার (১ আগস্ট) দুপুরে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) এ তথ্য জানিয়েছে।

বিআইডব্লিউটিএ জানায়, অতিরিক্ত যাত্রীর চাপ সামলাতে লঞ্চ চলাচলের নির্ধারিত সময় বাড়ানো হয়েছে।

এর আগে রপ্তানিমুখী শিল্পকারখানার শ্রমিকদের কর্মস্থলে ফিরতে ভোগান্তি কমাতে রোববার (৬ জুলাই) দুপুর ১২টা পর্যন্ত দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সব জেলা এবং শিমুলিয়া-বাংলাবাজার ও পাটুরিয়া দৌলতদিয়া রুটে লঞ্চ চলার সিদ্ধান্ত জানানো হয়। শনিবার সন্ধ্যায় বিআইডব্লিউটিএ এই সিদ্ধান্ত নিয়েছিল।

✅ আমাদের প্রকাশিত কোন সংবাদের বিরুদ্ধে আপনার অভিযোগ  বা পরামর্শ থাকলে ই-মেইল করুনঃ dailyvorerkhabor@gmail.com ❌ বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।